শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দু'দিনের সফরে ভারতে যাচ্ছেন ট্রাম্প, জানাল হোয়াইট হাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে যাওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রনালয়। এবার সফরের দিন ঘোষণা করল হোয়াইট হাউজ। আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ভারত যাবেন  ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দিল্লি এবং আহমেদাবাদ সফরে যাবেন। গুজরাটে রয়েছে মহাত্মা গান্ধীর জীবনী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে তার বিশেষ অবদান। তা সম্পর্কে জানবেন তারা। নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে ভারত সফরের ব্যাপারে নিজের সম্মতি জানিয়েছেন ট্রাম্প।

‘এই সফর ভারত–মার্কিন বন্ধুত্ব আরও মজবুত করবে। এমনকি দু’‌দেশের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট’।

মার্কিন প্রেসিডেন্টের দুইদিনের সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয় দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভারত সফরে যাচ্ছেন ট্রাম্প। এখানে ‘‌হাউডি মোদি’‌র আদলে আয়োজিত ‘‌কেম ছো, ট্রাম্প’‌ এ যোগ দিবেন তিনি। ট্রাম্প–মোদি মিলে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন। তাই এক লক্ষ দশ হাজার আসনবিশিষ্ট বিশ্বের বৃহত্তম ক্রীড়াঙ্গন তৈরির কাজ তড়িঘড়ি শেষ করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ