বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


চীন ফেরত আরেক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় তাকে ভর্তি করা হয়। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়।

তার চিকিৎসার জন্য ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান ও মেডিসিন বিভাগীয় প্রধান দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত অন্য আরেক শিক্ষার্থীর মুখের লালা, রক্ত ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। আজ দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি চীন ফেরত এক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১১৫ জনের মৃত্যু হয়েছেন। ৪৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। করোনো ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ৩১ ডিসেম্বর ৩১৪ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আসেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ