শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেফাক পরীক্ষার ফযীলত মারহালায় পরিবর্তনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর অধীনে ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালায় পবিবর্তনের ঘোষণা এসেছে।

আজ বৃহস্পতিবার বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফযীলত মারহালায় ‘শরহুল আকাঈদ' কিতাবের সাথে ফেরাকে বাতেলা এর পরীক্ষা নেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর অন্তর্ভূক্ত সকল মাদরাসার দায়িত্বশীলদের অবগতির জন্য জানানাে যাচ্ছে, গত ১৬/৬/৪১ হি. তারিখে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিশে আমেলার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালয় ‘শরহুল আকাঈদ' কিতাবের সাথে ফেরাকে বাতেলা এর পরীক্ষা নেয়া হবে না। তবে ফযীলত মারহালার দরসের নেসাব হিসাবে অন্তর্ভুক্ত থাকবে। শরহুল আকাইদ কিতাবের ৫টি প্রশ্ন থেকে যে কোন ৩টি প্রশ্নের জবাব দিতে হবে। পূর্ণমান ১০০।

Image may contain: text

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ