শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তালেবানদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ও তালেবান আলোচনার অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় চমৎকার গুরুত্বপূর্ণ যুগান্তকারী অগ্রগতি হয়েছে। খবর বিবিসি’র।

পম্পেও আরো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে আলোচনা সামনের দিকে আরও বাড়ানোর জন্য সম্মতি দিয়েছেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেন, এক সপ্তাহের জন্য সংঘর্ষ কমানোর বিষয়ে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।

এদিকে তালেবানের পক্ষ থেকে এক কর্মকর্তা এএফপিকে জানান, শুক্রবার থেকেই এক সপ্তাহের সংঘর্ষ বন্ধ শুরু হতে পারে।

উল্লেখ্য, টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এখনো আফগিনাস্তানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তালেবানদের সঙ্গে মার্কিন যুদ্ধে এই পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ