বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে হাসপাতালে শীর্ষ উলামাদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে প্রতিদিনই হাসপাতালে গিয়েছেন দেশের শীর্ষ ওলামায়েকেরাম, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শুক্রবার রাত ৮ টার পর আল্লামা বাবুনগরীকে দেখতে হসপিটালে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির, জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় তিনি দীর্ঘ সময় ভাগ্নের শয্যা পাশে অবস্থান করেন এবং শারীরিক খোঁজখবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আল্লামা বাবুনগরী হসপিটালে চিকিৎসাধীন। বর্তমানে শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান।

আল্লামা বাবুনগরীর শয্যা পাশে উপস্থিত হয়ে অন্যান্যদের মাঝে আরো খোঁজখবর নিয়েছেন- চট্টগ্রামের জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব, মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আরশাদ রহমানী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, মুফতি জসিমউদ্দীন, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা কবির আহমদ।

সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, আলহুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরিস, মুফতি হারুন ইজহার চৌধুরী।

মেখল মাদরাসার সিনিয়র মুফতি মাওলানা মুহাম্মাদ আলী কাসেমী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মুফতি আবু সাঈদ, নানুপুর মাদরাসার শায়খুল হাদিস মুফতি কুতুবউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নুরুল আমিন মাহদী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা শুয়াইব বাবুনগরী, মাওলানা জুবায়ের বাবুনগরী, ওই মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আইয়্যুব বাবুনগরী।

হালিশহর মারকাযুর রাশাদ মাদরাসার পরিচালক মুফতী ওসমান সাদেক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, আল আমিন সংস্থার সেক্টেটারী জেনারেল মুহাম্মাদ আহসান উল্লাহ,মাওলানা কামরুল কাছেমী, মাওলানা এমরান সিকদার, মাওলানা হেলালুদ্দীন নানুপুরী, মাওলানা শিহাবুদ্দীন নানুপুরী, মাওলানা বেলালুদ্দীন নানুপুরী, মাওলানা শরীফুদ্দীন নানুপুরী প্রমুখ।

এছাড়াও দলমত নির্বিশেষে সর্বস্তরের আলেম উলাম ও তাওহিদী জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এক নজর দেখতে প্রতিদিন হসপিটালে ভীড় জমাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ