বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


আজান দেয়া অবস্থায় অসুস্থ হওয়া মসজিদুল হারামের মুয়াজ্জিন সুস্থ হয়ে উঠছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারামের মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমদ মোল্লা নিজের সুস্থতার ব্যাপারে ভক্তদের অবগত করেছেন। তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন।

আল-আরাবিয়াকে ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৃহস্পতিবার এশার আজান দেয়ার সময় ঠাণ্ডাজনিত কারণে আজান শেষ করতে পারেননি। তবে তিনি এখন সুস্থ আছেন, মুসজিদুল হারামের আজান দেয়ার দ্বায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শায়েখ আলী মোল্লা আজান দেয়ার সময় তা শেষ করতে পারেননি। তিনি যখন আজান শুরু করেন, তখন তার কণ্ঠটি ক্লান্ত লাগছিল। ফলে মুয়াজ্জিন হাশেম আল-সাকাফফ তার পরিবর্তে আজান শেষ করেন।

মসজিদুল হারামের প্রবীন মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমেদ মোল্লা ৪৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদে হারামের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিন হিসাবে যোগদান করেছিলেন।

তিনি বিশ্বজুড়ে পবিত্র মক্কার বিশিষ্ট মুয়াজ্জিন, মধুর কণ্ঠস্বরের অধিকারী হিসাবে পরিচিত। কেউ কেউ তাকে বিলাল আল হারাম নামেও ডাকেন।

আল-আরবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরীর অনুবাদ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ