শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইন্দোনেশিয়ায় একসঙ্গে একই এলাকার ৩০০ মানুষের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় একসঙ্গে অন্তত ৩০০ মানুষ ইসলাম গ্রহণ করেছেন।

গতকাল শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে বসবাসকারী এসব মানুষ উত্তর মোরওয়ালির আল ফোরকান মসজিদে কালিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

إندونيسيا.. 300 شخص يدخلون الإسلام جماعيا<br />

আজ শনিবার আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, ৩০০ নওমুসলিমের সকলেই পুনরুজ্জীবনবাদে বিশ্বাসী ছিলেন। তাওতাওয়ানা উপজাতীয় সদ্য ইসলাম গ্রহণকারী এসব মানুষ মধ্য সুলাওসি দ্বীপের টোকালা পর্বতের বাসিন্দা।

إندونيسيا.. 300 شخص يدخلون الإسلام جماعيا<br />

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার আল ফোরকান মসজিদে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে ৩০০ মানুষ একত্রিত হন- এসময় তাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়াবলি সম্পর্কে ধারণা দেয়া হয়। ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয়। এরপরই তারা সম্মিলিত কণ্ঠে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন।

إندونيسيا.. 300 شخص يدخلون الإسلام جماعيا<br />

খবরে আরও জানানো হয়, অন্ততপক্ষে ৮ হাজার বছর যাবত এই অঞ্চলের মানুষ পুনরুজ্জীবনবাদে বিশ্বাস স্থাপন করে আসছিলেন।

আল জাজিরা মুবাশির ও আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইনের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ