বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৮০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে ১৪২ জন মারা গেছেন। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, একদিনের ব্যবধানে শতাধিক মানুষের মৃত্যু হয়।

ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আঠারোশো'র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। কোয়ারেন্টিনে থাকায় অবস্থায় তিনি মারা যান। তবে জার্মান সরকারের মতে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীন সফলভাবে কাজ করে যাচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এই ভাইরাস।

ভাইরাসটি চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয় অধিকাংশ দেশ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ