শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দারুল আরকাম শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা করব: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ সাখাওয়াত হোসেন।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ.মান্নান মহোদয়ের সাথে ‘দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা’ শাখার শিক্ষক প্রতিনিধিদলের এক শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার শান্তিগন্জ উপজেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নিজ বাড়িতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা সভাপতি জনাব মুফতি মোহাম্মাদ নূরুল্লাহ ও সেক্রেটারি হাফিজ মাওলানা হাবিবুর রাহমান দারুল আরকাম মাদ্রাসা সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে একপ্রতিনিধি দল নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ.মান্নান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং দারুল আরকাম মাদরাসা শিক্ষকদের বেতন স্কেলভুক্ত করার দাবি জানান। উক্ত প্রতিনিধি দলের সাক্ষাতে মাননীয় এম.পি মহোদয় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাহবুব, হাফেজ মাওলানা মুহিব্বুল হক, হাফেজ মাওলানা মাসিউর রহমান, হাফেজ মাওলানা কবীর আহমদ, মাওলানা খুবাইব আহমদ, হাফেজ মাওলানা সুহেল আহমদ, মাওলানা তৈমুল হক প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের প্রাণের দাবি তাদের চাকুরী যেন জাতীয়করণ করা হয় এটিই দাবি জানান শিক্ষকগণ।


সম্পর্কিত খবর