বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

করোনাভাইরাস সনাক্তের ‘সর্বাধিক উন্নত কিটস’ আসছে চীন থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দেয়া করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে ‘সর্বাধিক উন্নত কিটস’ এর প্রথম চালান মঙ্গলবার বিকেলে আসবে বলে জানা গেছে।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং বলেন, চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে কিটসগুলো পৌঁছাবে। কোভিড-১৯ নামের ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য চীন ৫০০টি সর্বাধিক উন্নত কিটস দেয়ার ঘোষণা দেয়ার পর আজ প্রথম চালান আসছে।

গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সবচেয়ে খারাপ সময়েও চীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলে যায়নি। তিনি বলেন, বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে ৫০০ টেস্ট কিট আনছে চীনা দূতাবাস। মঙ্গলবার কিটগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে।

বৈঠক শেষে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং বলেন, ২০১৯ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করতে এই রিয়েল-টাইম ফ্লুরোসেন্ট আরটি-পিসিআর কিটগুলো ব্যবহার করা যাবে। চীন প্রথমবারের মতো কোনো দেশে এ জাতীয় অনুদান দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে এ জাতীয় কিট আরও সরবরাহ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ প্রক্রিয়াজুড়ে চীন বাংলাদেশের পক্ষে বেশ সহায়তা করছে এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহর থেকে ৩১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে চীন সরকারের সহায়তার কথা স্মরণ করেন।

আজ মঙ্গলবার চীনের বরাত দিয়ে এপি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে। মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে মোট ৭২ হাজার ৩৫৫ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ