বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


জামেয়া দারুল মা'আরিফে প্রথমবারের মতো সমাবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার  প্রথম দস্তারবন্দি সম্মলেন ও ৩৪ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথমদিনে  মাহফিল ও  দ্বিতীয় দিনে পৃথক দু’টি অধিবেশনে দস্তারবন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ হতে নির্ধারিত লিসান্স, দারুল মা'আরিফ এর সম্মানিত উস্তাদ মাওলানা আফিফ ফুরকানের উপস্থাপনায় প্রথম অধিবেশনে জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী ও দ্বিতীয় অধিবেশনে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি সভাপতিত্ব করেন।

Image may contain: 4 people, crowd

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্যা ডক্টর আবু রেজা নদভি এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কার অধ্যাপক ডক্টর আব্দুর রহমান আল কাসসাস, বাহা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মিশাল আল লুহাইবি, নদওয়াতুল উলামা ভারতের সিনিয়র শিক্ষক মাওলানা সোহাইব আল হুসাইনি নদভী।

৩৪ তম বার্ষিক মাহফিল ও প্রথম দস্তারবন্দি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দারুল মা’আরিফ এর প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় পরিণত হয় জামেয়া প্রাঙ্গন। গত দু’দিন নবীন-প্রবীন ও প্রাক্তনদের পদচারণায় মুখরিত ছিল পুরো জামেয়া।

অনুষ্ঠানে গত ৩৪ বছরে জামেয়া থেকে দাওরা হাদিস ও ইসলামিক স্টাডিজ কোর্স সম্পন্নকারী ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করা হয়।

Image may contain: 1 person, crowd

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া পটিয়ার মুহতামিম মুফতি আব্দুল হালিম বুখারী, বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটাহজারী মাদরাসার শাইখুল হাদিস  আল্লামা জুনাইদ বাবুনগরী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. শাফি উদ্দিন মাদানি, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সাইয়্যেদ আবু নোমান মাদানি, জামেয়া পটিয়ার শাইখুল হাদিস মুফতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, ড. আ. ফ. ম খালেদ হুসাইন, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, মহিউদ্দিন ফারুকী, মুফতি শামসুদ্দিন জিয়া, দারুল মা’আরিফের উপ পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলিল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ