শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে রহস্যজনক রোগে মৃত ১৪, আক্রান্ত ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে হঠাৎ রহস্যজনক এক রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৫০০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। তবে ঠিক কী কারণে এমনটা হয়েছে সে ব্যাপারে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বুধবার এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে অজানা এক রোগে হঠাৎ করেই কয়েক শ’ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে অন্তত ১৪ জন। আক্রান্তরা বুকে ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা ও চোখে জ্বালাপোড়া অনুভব করছেন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত ১৬ ফেব্রুয়ারি করাচির শহরতলী কেয়ামারিতে গ্যাসের লাইন লিক হয়। সেটার কারণে এমনটা হতে পারে।

এদিকে, সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি টার্মিনালে সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ