শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৬ বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাল্লক গ্রামের সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভাল্লক গ্রামের সীমান্তের ২০৫৭ পিলারের কাছে সকাল নয়টার দিকে আটক করা হয় দুই বিএসএফ সদস্যকে। তারা ত্রিপুরা রাজ্যের বিএসএফের ৭৪ ব্যাটালিয়নের রহিমপুর ক্যাম্পে কর্তব্যরত।

এরপর তাদের ছাড়িয়ে নিতে ওই ক্যাম্প থেকে আরো চার বিএসএফ সদস্য বাংলাদেশে প্রবেশ করে। তখন ওই চার সদস্যকেও আটক করা হয়। ঘটনার দুই ঘন্টা পর এক পতাকা বৈঠকের মাধ্যমে বেলা ১১টার দিকে বিএসএফের ছয় সদস্যকে ফেরত পাঠায় বিজিবি।

বৈঠকে বাংলাদেশকে নেতৃত্ব দেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সংকোচাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুহা. মহিউদ্দিন। ভারতের হয়ে নেতৃত্ব দেন ৭৪ বিএসএফের আশাবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক মহাবীর প্রসাদ।

৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহা. রফিকুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এরপর তাদের আটক করে বিজিবি। কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ