মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

আফতাব নগর মাদরাসায় আসছেন মাওলানা মাহমুদ মাদানী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সুনামধন্য দীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসার) ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে।

এতে অংশ নিতে ঢাকায় আসছেন রাসুল সাল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

ভারতের এ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত মরহুম মাওলানা সায়্যিদ আসআদ মাদানীর ছেলে। এ ইসলাহি জোড়ে মঙ্গলবার বাদ আসর মাওলানা মাহমুদ মাদানী তার পিতা ও নিজের খলিফাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করবেন।

ইসলাহি জোড়ে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন। বাদ মাগরিব আলোচনা করবেন মাওলানা মাহমুদ মাদানী।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মােহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর পর মাওলানা মাহমুদ মাদানী ঢাকার কোনও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। মঙ্গলবারের এ ইসলাহি জোড়ে হজরতের পিতা ও তার খলিফাগণ উপস্থিত থাকবেন। আশা করছি, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমে এবারের ইসলাহি জোড় আত্মাধিক মিলনমেলায় পরিণত হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ