শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে লস্কর-ই তৈয়েবার ২ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনাদের সঙ্গে লস্কর-ই তৈয়েবার বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ভারতীদের সেনাদের গুলিতে লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার সাংগাম এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শনিবার ভোররাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিজবেহারা শহরের সাংগাম এলাকায় লস্কর-ই তৈয়েবার ওই দুই সদস্য নিহত হন। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি লস্কর-ই তৈয়েবার স্থানীয় কমান্ডার ফোরকান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জম্মু-কাশ্মীর পুলিশের ইনসপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, সাংগামের গান্দবাবা এলাকায় লস্কর-ই তৈয়েবার সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনারা অভিযান পরিচালনা করেন। আর অভিযান চলাকালে তাদের গুলিতে লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হন।

উল্লেখ্য, সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদে পরিবর্তন এনে গত বছরের ৫ আগষ্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল ঘোষণা করে ভারত সরকার। এরপর থেকেই সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ