মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


'যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল তাদের লজ্জা পাওয়া উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল, তাদের লজ্জা পাওয়া উচিত।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সরকার প্রধান বলেন, সত্য কোনো দিন কেউ চাপা দিতে পারে না।

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছিল যাতে এই ভূখণ্ডে ক্ষুধার্থ মানুষ, দারিদ্র্য মানুষ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, গৃহহারা, ভূমিহীন বঞ্চিত মানুষ তাদের তিনি আশার বাণী শুনিয়েছেন।’

এ সময় তিনি আরো বলেন, ‘আর সেই জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু নিজে জানতেন তার কোন পদক্ষেপ নিতে হবে। সময়ের সঙ্গে কোন কথাটা প্রয়োজন, কতটুকু প্রয়োজন কোথায় থামতে হবে এসব কিছু ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ