বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


দিল্লিতে মহামারি ঘোষণা, বন্ধ স্কুল-কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এ পর্যন্ত ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

এর মধ্যেই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে দেশটির রাজধানী দিল্লির রাজ্য সরকার। রাজ্যটির সব স্কুল, কলেজ ও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের বরাতে শুক্রবার (১৩ মার্চ) এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে এক টুইটার বার্তায় কেজরিওয়াল লিখেছেন, মহামারি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দিল্লি সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের সবধরনের সাবধানতা অবলম্বন করা উচিত।

ওই টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পাশাপাশি জনগণকে বড় জমায়েত ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ