শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সালিশে ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রী ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সালিসে বৈঠকে ওই ছাত্রীর জ্যাঠাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করেছে এক যুবক।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং অভিযুক্ত আসলাম (২২) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগে থেকেই একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আসলাম তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান অফিসে একাধিকবার বিচার-সালিস হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার মেয়ে নানার বাড়ি পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে বেড়াতে যান। এদিন দুপুরের দিকে তিনি নানার বাড়ি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে তার খালার বাসায় চলে যান। আসলাম খবর পেয়ে নানার বাড়ি কালিকাপুরে গিয়ে তার মেয়েকে দেখতে না পেয়ে কোথায় লুকিয়ে রেখেছে জানতে চান। মেয়ের খবর না দিলে সবাইকে খুন করা হবে বলেও হুমকি দেন আসলাম।

এ ঘটনায় নিহত আবদুল আউয়ালের বাবা ধুনু মিয়া ও স্কুলছাত্রীর বাবা গ্রামের চেয়ারম্যান ও মুরুব্বিদের কাছে বিচার চান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের দোকানের সামনে সালিস ডাকা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ