শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


'করোনাভাইরাস রোধে তহবিল গঠন করবে জাতিসংঘ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক হতবিল গঠন করবে জাতিসংঘ। সোমবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

ইনি এরিকসেন সারোয়িদ এক বিবৃতিতে জানান, এটি হবে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি বহু-দাতা তহবিল। যেখানে জাতিসংঘের সহায়তায় অংশিদারদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে তাদের প্রচেষ্টাকে আরও কার্যকর করতে সহায়তা করা হবে।'

এই তহবিলের উদ্দেশ্য হ'ল উন্নয়নশীল দেশগুলিতে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ণ এবং দীর্ঘমেয়াদি সঙ্কট মোকাবিলা করা। এ সপ্তাহের শেষে এ বিষয়ে একটি ঘোষণা দেয়া হবে বলেও তিনি জানান।

রয়টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় তিন লাখ ৪০হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৪ হাজার ৫শ' বেশি মানুষ মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর