শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে তাবলিগ জামাতে বিভিন্ন দেশের ৬ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের ইসলামাবাদে তাবলিগ জামাতে বিভিন্ন দেশের ৬ জন সাথী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জিও নিউজ টিভির বরাতে জানা যায়, ইসলামাবাদের একটি মসজিদে তাবলিগ সাথীদের মধ্যে এ ছয় জন আক্রান্ত বলে জানা যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে সরকারীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপরই স্বাস্থ্য অধিদপ্তর পুরো অঞ্চলকে কোয়ারান্টিনে পরিণত করেছে। সন্দেহভাজনদের মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টেনে থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে ওই এলাকার সহকারী কমিশনার বলছে, তাবলিগ জামায়াতে ১৩ জন সাথী ছিলো। তাদের সবারই চিকিৎসা সেবা ও পরীক্ষা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই এলাকার যারা মসজিদে তাবলিগের সাথীদের সংস্পর্শে এসেছে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি তাদের সবাইকে পরীক্ষা নিরীক্ষা করাতে বলেছেন।

এদিকে দেশের বিভিন্ন মহল করোনা সংক্রমণ রোধে এ মুহূর্তের জন্য তাবলিগ সাথীদের চিল্লা বা জামাতে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

জিও নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ