মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


হোম কোয়ারেন্টাইনে চট্টগ্রাম বোর্ডের তিন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ আরো দুই কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য দুই কর্মকর্তা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এবং কলেজ পরিদর্শক জাহেদুল হক।

বুধবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার কক্সবাজার অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কক্সবাজার সরকারি কলেজের একজন অধ্যক্ষ ওই বৈঠকে যোগ দিয়েছিলেন যিনি ওমরাহফেরত করোনা ভাইরাস আক্রান্ত মায়ের সংস্পর্শে ছিলেন। বুধবার বিষয়টি জানাজানি হওয়ার পর বৈঠকে অংশগ্রহণকারী প্রফেসর প্রদীপ চক্রবর্তী এবং বোর্ডের আরো দুই কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই অধ্যক্ষের মা ১৫ মার্চ ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর ২০ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

করোনা উপসর্গ সন্দেহে ২২ মার্চ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হলে মঙ্গলবার আইইডিসিআর থেকে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ