বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আইসোলেশনে একজনসহ করোনার উপসর্গ নিয়ে চার জেলায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে আইসোলেশনে থাকা একজন এবং আরও তিন জেলায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু।

বরিশাল মেডিক্যালে করোনা ইউনিটের আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, জ্বর ও সর্দিসহ করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, বরিশাল ও মানিকগঞ্জে তিনজন মারা গেছেন।

আজ রবিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক জানান, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, রাতে জ্বর, সর্দি নিয়ে আরেকজনের মৃত্যু হয়। উপসর্গের কথা শুনে তাকে করোনা ইউনিটে ভর্তি করেন চিকিৎসকরা। অন্যদিকে, শুক্রবার রাতে জ্বর ও কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁয় যান এক যুবক। করোনা আক্রান্ত সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি স্থানীয়রা। স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হলেও তাকে চিকিৎসা দেয়া হয়নি।

পরে রাজশাহী মেডিক্যালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, ওই যুবক করোনায় আক্রান্ত নন।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজে এক নারী মারা গেছেন। সিভিল সার্জন জানান, তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ