শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


এপ্রিলের শুরু কভিডের জন্য কঠিন সময়: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বা কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) পরিস্থিতির জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে আরো কঠিন সময় আসছে। তাই সবাইকে সচেতন হয়ে এ ভাইরাস মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজারে ৮০০ ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির সকল নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে বাসায় বাসায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এজন্য কাউন্সিলরা ও আঞ্চলিক কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। দক্ষিণ সিটির ৫০ হাজার পরিবারকে ত্রান বিতরণ করা হবে ১ মাস ধরে।

তিনি আরো বলেন, বর্তমানে ৩ দিনে এক হাজার ১০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হলো। আর বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় থাকলেও ত্রাণ নিয়ে বেরোনোর সময় সেটি মানেন নি কেউই। তাই এ পরিস্থিতির জন্য ত্রাণ গ্রহনকারীদের দুষছেন সাঈদ খোকন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ