মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


করোনার কারণে বিদেশি ছাত্রদের ভর্তি পরীক্ষা স্থগিত করলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ বিদেশি ছাত্রদের ভর্তি পরীক্ষা স্থগিত করে তাদের এ বছর আসতে নিষেধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

গতকাল সোমবার মাদরাসার নিজস্ব সাইটের বরাতে দেওবন্দ মিডিয়া এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে শাওয়াল মাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এজন্য বিদেশি ছাত্ররা বিভিন্ন দেশ থেকে এবার ভর্তি পরীক্ষা দিতে আসবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা আগেই এনওসি (নতুন ছাত্রদের পরীক্ষা ফরম) নিয়েছেন তারাও শাওয়াল মাসে মাদরাসায় ভর্তি পরীক্ষার জন্য আসবেন না।  শাওয়াল মাসে কোনো পরীক্ষা নেয়া হবে না। নতুন করেও কেউ এনওসির জন্য আবেদন করবেন না। নতুন কোন এনওসি দেওয়া হবে না।

সূত্র: দেওবন্দ মিডিয়া।

-এটি


সম্পর্কিত খবর