শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে 'করোনার ওষুধ' বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে মানুষের সঙ্গে প্রতারণা করে করোনা ভাইরাসের (কোভিড৩-১৯) 'ওষুধ' বিক্রির দায়ে মনছুর আলী (৪০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলার হাটহাজারী উপজেলার চৌধুরী হাটের সদ্দার পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত মনছুর আলী হাটহাজারীরর চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রুহুল আমীন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে ইউএনও জানান, ওই ব্যক্তি করোনা ভাইরাসের 'ওষুধ' বিক্রির নামে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। খবর পেয়ে তিনি সেখানে যান এবং নিজেই ক্রেতা সেজে সেই ওষুধ কেনেন। এক পর্যায়ে ওই ব্যক্তিকে আটক করা হলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

ইউএনও আরও জানান, ওই ব্যক্তি প্রতি ফাইল ওষুধ দেড় শ’ টাকা করে বিক্রি করেন এবং চার মাস খেতে বলেন। মানুষের সঙ্গে প্রতারণার জন্য তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেখা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাছানুজ্জামান বাচ্চুর জিম্মায় ছেড়ে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ