বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


করোনায় আক্রান্ত হয়ে কাতারে আরেক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে করোনায় আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশি মারা গিয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন দুই বাংলাদেশি। তাদের মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে সেখানে বসবাসরত প্রবাসীদের মধ্যে।

এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে আছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন।

কাতারে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে গেলো শনিবার করেনায় এক বাংলাদেশি মারা যান। কাতারে মারা যাওয়া দু’জনই প্রবাসী বাংলাদেশি হওয়ায় আতঙ্কিত প্রবাসীরা।

কাতারে আর কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হয়, সেজন্য সচেতনতার পাশাপাশি দেশটির সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ কমিউনিটি নেতাদের।

কাতারে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের অন্তত ৬০ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের বেতন সরকারের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলমান সঙ্কটে কাতারে অবৈধভাবে থাকা প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ