শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনায় সৌদির জাতীয় কুরআন প্রতিযোগিতা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয় করোনার কারণে ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের প্রচার, গাইডেন্স ও ইসলামিক মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হেফজ, তিলাওয়াত এবং তাফসিরের আলোকে ২২তম “মালেক সোলাইমান অ্যাওয়ার্ড” জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আলোকে ২২তম “মালেক সুলাইমান অ্যাওয়ার্ড” জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি পবিত্র শাবান মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের সময় পরবর্তীকালে ঘোষণা করা হবে। প্রতিযোগিতা স্থগিত হওয়ার ব্যাখ্যা দিয়ে সৌদি ইসলামিক মন্ত্রণালয় বলেছে কোভিড-১৯ ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে ১২৯৯ জন আক্রান্ত হয়েছেন এবং এরমধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ