বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


করোনা উপসর্গে একজনের মৃত্যু, এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুরে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা এক রোগীর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এরপর তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ওই রোগী উপজেলার কলমধারী এলাকার বাসিন্দা।

করোনা সন্দেহে থাকা ওই ব্যাক্তি বেশ কিছুদিন থেকে জ্বর, কাশি, শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

তারা জানান, ওই রোগী করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, বিশেষভাবে ওই রোগীকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছিল। তার পরীক্ষার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আশরাফুল আলম বলেন, মৃত বাকি মিয়ার বাড়িসহ আশপাশের কয়েকটা বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা ওই মৃত ব্যক্তির নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছি। প্রতিবেদন এলেই বলা যাবে, তিনি করোনায় মারা গিয়েছেন কিনা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ