শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনায় জাকাতের টাকায় অসহায়দের চাল, ডাল, খাদ্যসামগ্রী দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন: প্রশ্ন: হুজুর, আমরা রমজানে যাকাত দিয়ে থাকি ৷ এখন করোনা ভাইরাসের কারণে মানুষ যে দুর্যোগ, বিপদগ্রস্থ, অভাবে পড়েছে, তা সবাই জানেন ৷ আমি কি আমার যাকাতের টাকা দিয়ে গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন ৷

উত্তর: জ্বী, হ্যা৷ আপনার যাকাতের টাকা দিয়ে বর্তমান দুর্যোগপুর্ন অবস্থায় গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবেন৷ কেননা যাকাত শুধু রমযানে দেয়াই জরুরি নয়৷ বরং যেদিন আপনার নেসাব পরিমান সম্পদের উপর বছর পুর্ন হবে সেদিন যাকাত আবশ্যক হয়৷ চাই তা রমযানে হউক বা অন্য যেকোনো মাসে ৷ তাছাড়া বছর পুর্ন হওয়ার দিন আসার আগেও যাকাত পরিশোধ করা যায়৷

অবশ্য এক্ষেত্রে লক্ষ রাখা জরুরি যে, আপনি যাকে যাকাতের টাকায় খাদ্যসামগ্রী দিচ্ছেন, সে যাকাত খাওয়ার উপযুক্ত কি না! যদি উপযুক্ত না হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে খাদ্যসংকটে পড়ে অভাবগ্রস্থ রয়েছে তাহলে তাকে যাকাতের সম্পদ থেকে না দিয়ে সাধারন মাল থেকে দিতে হবে৷ সূরা তাওবাহ, আয়াত: ৬০; সহিহ বোখারী, হাদিস: ১৩৯৫; হেদায়া ১/২০৫; ফাতহুল কাদীর ২/২০৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; আদ্দুররুল মুখতার ৩/২৯১৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী- জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ