শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


করোনা আল্লাহর গজব ও পরিশুদ্ধির ডাক: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসকে আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেন, করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি। তবে এটি শুধু কোনো বিশেষ ধর্ম বা বিশেষ অঞ্চলের প্রতি গজব না। সমগ্র মানবজাতির প্রতি গজব এবং পরিশুদ্ধির ডাক।

তিনি আরও লিখেন, আল্লাহ আমাদের অন্তরের কালিমা দূর করে দিন। সুমতি দিন। আপনার রহমত পাওয়ার যোগ্যতা দিন। আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে গত ৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

-এএ


সম্পর্কিত খবর