মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


খুনি মাজেদের ফাঁসি দ্রুতই কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচারিক আদালতের নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিরা যেখানেই আছে, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের দণ্ডাদেশ কার্যকর করতে চেয়েছিলাম তাদেরই একজন আবদুল মাজেদ আমাদের পুলিশের কাছে ধরা পড়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে হাজতবাসের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’ ‘আমরা আশা করি আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তার দণ্ডাদেশ কার্যকর করতে পারব।’

আব্দুল মাজেদকে ধরতে যারা যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ আমি মনেকরি আশা করি মুজিববর্ষে দেশবাসীকে একটা শ্রেষ্ঠ উপহার দিতে পেরেছি।’... ‘আমাদের কমিটমেন্ট, বঙ্গবন্ধুর যত খুনি যেখানে আছে আমরা সবাইকে ফিরিয়ে নিয়ে আসব। কিংবা যেখানেই থাকুক তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় ক্যাপ্টেন আব্দুল মাজেদ, নূর এবং রিসালদার মোসলেহ উদ্দীন এই তিনজনসহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিল। মন্ত্রী বলেন, ‘আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জেল হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। খুনের পর প্রয়াত জিয়াউর রহমানের নির্দেশ মোতাবেক তিনি বঙ্গভবন এবং অন্যান্য জায়গায় কাজ করেছেন।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ