মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


মার্কিন চাপে ওষুধ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে এবার ওষুধ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত।

এরআগে, করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। এরপরই এক বার্তায় ট্রাম্প বলেন, ভারতের সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলাম। অনেক বছর ধরে ওরা বানিজ্য-ক্ষেত্রে অ্যামেরিকার কাছ থেকে সুবিধা পেয়ে আসছে।

আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ওষুধের সরবরাহ আবার শুরু হলে আমরা ভারতের প্রশংসা করব। আর ওরা যদি সিদ্ধান্ত না বদলায় তো ঠিক আছে, তখন আমরাও প্রত্যাঘাত করব।

ট্রাম্পের এমন বার্তার পরেই রোববার ও সোমবার করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক থেকে আগামীতে ভারতে কি পরিমাণ ওষুধ লাগতে পারে তা রেখে বাকি ওষুধ রপ্তানির অনুমোদন দেয়া হয়।

হাইড্রক্সিক্লোরোকুইন ম্য়ালেরিয়ার ওষুধ হলেও বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গবেষকদের মতে, করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন সাহায্য করছে।

ডয়েচে ভেলে জানায়, দু’দিন আগে মোদীকে ফোন করে ওষুধ রপ্তারি উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অনুরোধ করেন ট্রাম্প।

-এটি


সম্পর্কিত খবর