শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবি পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বর ও মাথা ব্যাথায় ভুগছিলেন ওই শিক্ষার্থী। গত সোমবার রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন করলে তাকে আইসিডিডিআরবি এসে নিয়ে যায়। পরে মঙ্গলবার পরীক্ষা শেষে আইসিডিডিআরবি ওই শিক্ষার্থীর করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করেন।

এ বিষয়ে প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা অবগত হয়েছি। খোঁজ-খবর নিচ্ছি, আমরা পাশে থাকার চেষ্টা করব।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। তাকে আইসিডিডিআরবি আইসোলেসনে নিয়ে যাবে। পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তার পরিবার যেকোনো সহযোগিতার জন্য বললে আমরা প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ