শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নারায়ণগঞ্জ জেলা 'লকডাউন' ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন রোধে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে জরুরী পরিসেবা (চিকিৎসা, খাদ্য সরবারহ) এর আওতাবহির্ভূত থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফদর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হলো। তবে জরুরী পরিসেবা যেমন: চিকিৎসা, খাদ্য সরবারহ এর আওতাবহির্ভূত থাকবে।

এজন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

ঢাকার পর নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। তাই সর্তকতা অবলম্বন এর দিক বিবেচনা করেই এই পদক্ষেপ গ্রহণ করেন আইএসপিআর।

এর আগে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি আগেই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আবেদন করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ