শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তানের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারি না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমাদ ।।

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমান দেশের ১৮ তম সংশোধনীর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ৭০ বছর পেরিয়ে গেছে অথচ দেশ এখনো নতুন কোন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। আমরা এখন দেশের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারি না।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেআইআই নেতা মাওলানা ফজলুর রহমান আরো বলেন, ১৮ তম সংবিধান সংশোধনী সকলের ঐকমত্যের মাধ্যমে পাস করা হয়েছিল, সমস্ত রাজনৈতিক দল, সাংবিধানিক সংস্কার কমিটির সদস্যরাও উপস্থিত ছিল, আল্লাহই ভালো জানেন কার এজেন্ডায় আঠারোতম সংশোধনী নিয়ে আলোচনা হচ্ছে।

জেআইআই প্রধান বলেন, অষ্টাদশ সংশোধনী বাতিল বা সংশোধন করা রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি করবে।একটি ধারা বাতিল হলে পুরো আইনসভা পুনর্গঠন করতে হবে। দেশ নতুন কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে না।

তিনি বলেছিলেন, আমরা পাকিস্তানের ভবিষ্যতকে অন্ধকার ঠেলে দিতে পারি না। আমরা দেশের ভবিষ্যৎ কে অন্ধকার করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না, ৭০ বছর পেরিয়ে গেছে এখন দেশ নতুন কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে না।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধানের ১৮ তম সংশোধনীর পর একটি ধারা বিলুপ্ত করার প্রশ্নে মাওলানা ফজলুর রহমান এসব মন্তব্য করেন।

ডেইলি পাকিস্তান অনলাইন থেকে জামিল আহমাদের অনুবাদ
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ