বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


চলে গেলেন লেখক গবেষক মাওলানা আবু সুফিয়ান জাকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: রাজধানীর জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার মোহতামিম, তেজগাঁওয়ের আওলাদ হোসেন মার্কেটস্থ তেজগাঁও জামে মসজিদের খতিব, বহু গ্রন্থের প্রনেতা মাওলানা আবু সুফিয়ান জাকী আজ ভোর ৭টা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

রোববার তেজগাঁওয়ের জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার নিজ কক্ষে তিনি ইন্তেকাল করেন। মাওলানা আবু সুফিয়ান জাকী দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেন ৬০ বছর।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ও জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয় মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মোশতাক আহমদ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নিজ গ্রাম কুমিল্লার বরুড়া উপজেলার মইরশাইরে বিকেল ৩টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার সিনিয়ার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ