শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমে দীন, চট্টগ্রাম জিরি মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ ও আধ্যাত্তিক রাহবার। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবিদ ও আধ্যাত্তিক রাহবারকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।

এর আগে রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে জায়নামাজে সিজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লমা মুফতি নুরুল হক রহ.এর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিম ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ