শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ঢাকার মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্’র দুই বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজধানীর মিরপুরস্থ উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ- ঢাকায় নতুন শুরু হওয়া পৃথক দুটি বিভাগে ছাত্র ভর্তি চলছে। হিফজ ও মাদানি নেসাব প্রথম বর্ষে সীমিত কোটায় ছাত্র ভর্তি নেয়া হবে।

মারকাযের পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আওয়ার ইসলামকে জানান, আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ (শীতাতপ নিয়ন্ত্রিত) ও দেশের স্বনামধন্য মাদানি নেসাব প্রতিষ্ঠান উত্তরার বাইতুস সালাম মাদরাসার প্রাক্তন দুই কৃতি শিক্ষার্থীর তত্ত্বাবধানে পরিচালিত আমাদের মারকাযের প্রথম বর্ষে সীমিত কোটায় কিছু নতুন ছাত্র ভর্তি নেয়া হবে।

তিনি বলেন, উন্নত পরিবেশে ভাল পড়াশোনার জন্য আমাদের প্রতিষ্ঠানটি মেহনতী ছাত্রদের জন্য আদর্শ একটি মাদরাসা। আমাদের এখানে ইফতা, উলুমুল হাদিস ও অন্যান্য বিভাগে চলমান শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে।

হিফজ ও মাদানি নেসাবে ভর্তি ও মারকায সম্পর্কে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: মারকায ও মাদরাসা অফিস, ৮৮১, পূর্ব কাজিপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬। ০১৭১২৯৭৬১৫৮, ০১৬৩৩৬৬৪৪৬৬, ০১৭৪০৫০৭০১০, ০১৮৫৬৯৫৯৯৮১, ০১৭৭৮০৬৩৪৩৬।

-এএ


সম্পর্কিত খবর