শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জোরালো হচ্ছে মাদরাসা খোলার দাবি, ঐক্যবদ্ধ হচ্ছে ঢাকার মহিলা মাদরাসাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কয়েক মাস থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনলাইনে পড়ালেখা ও পরীক্ষার সুযোগ পেলেও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কওমি মাদরাসার হাজার হাজার ছাত্র-ছাত্রী।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হেফজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক শিক্ষক জীবন বাঁচাতে শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

এমতাবস্থায় মাদরাসাগুলো খুলে দেয়ার দাবি জোরালো হচ্ছে, বিশেষভাবে ভবন ভাড়া নিয়ে পরিচালিত মহিলা মাদরাসাগুলো ভাড়ার বোঝা বহন করতে হিমশিম খাচ্ছে। অনেক মাদরাসা বন্ধ হয়েও যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হচ্ছে মহিলা মাদরাসাগুলো।

আগামীকাল শনিবার (৪ জুলাই) সকাল ৭ টায় গোলাপবাগ মহিলা মাদরাসায় ঢাকা মহানগরীর মহিলা মাদরাসাগুলোর জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গোলাপ বাগ মহিলা মাদরাসার মুহতামিম মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমী। সকল মহিলা মাদরাসার দায়িত্বশীলগণ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ