মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একদিকে করোনা বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় ১৫ জেলার মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে দিয়েছে। এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে হবে।

তিনি আরও বলেন, ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে চলে যাওয়ায় ১৫ জেলায় বন্যার পানি বেড়ে বিপদসীমায় চলে যাচ্ছে। যমুনার পানি নেমে পদ্মার দু’টি পয়েন্টে বিপদসীমা পার করেছে। এতে মধ্যাঞ্চলের জেলা রাজবাড়ী, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিস্তৃৃত হয়েছে বন্যা। এতে বিপাকে পড়েছে দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ। তিনি বলেন, সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ