শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ত্রিশালে করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ময়মনসিংহ থেকে>

ত্রিশালে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ত্রিশাল উপজেলা কার্যালয় অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশের ত্রিশাল উপজেলার সভাপতি এবং দাফন কাফন পরিচালনা টিম এর প্রধান পরিচালক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

এ প্রশিক্ষণকে কেন্দ্র করে মত বিনিময় করেন ত্রিশাল উপজেলা শাখার ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ছাড়াও সাধারন কর্মীরা।

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফন পরিচালক কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন-  ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন, তারমধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন, আর মৃত্যু হয়েছে ৩ জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ