বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধর করা মুগদার সেই আনসারদের প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী স্বজন ও দুই ফটো সাংবাদিককে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

শনিবার সকালে ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মুহা. কামাল হোসেন জানান, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার ওই হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। ওই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের ওপরও চড়াও হয়েছিলেন অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরে জানুয়ারিতেও মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ