শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকা দিলো ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন এলাকায় মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে এক লাখ ইউরো বা প্রায় এক কোটি টাকা (৯.৬ মিলিয়ন টাকা) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলায় এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে উল্লিখিত তিনটি জেলার ৩ হাজার ৩ শতাধিক পরিবার উপকৃত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগোষ্ঠীকে তাদের সহায় সম্পদ ও গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং বিনা শর্তে এই অর্থ থেকে ঋণ দেয়া হবে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় এই অর্থ ব্যয় করা হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিতেও এই অর্থের মাধ্যমে সহায়তা করা হবে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ