শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সম্পর্কোন্নয়নে জোর বাংলাদেশ-পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেখানে দেশ দুটির মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।

গতকাল বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু।

পাকিস্তান মিশনের বরাত দিয়ে তারা জানায়, করোনাভাইরাসের বিস্তার রোধে সব সতর্কতা মেনে গত ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনার পরিধি বা গভীরতায় সৌজন্য বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠে।

প্রতিবেদনটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর এক ফ্রেমে থাকা ছবিও সংযুক্ত রয়েছে। এটির শিরোনাম করা হয়েছে 'পাকিস্তান, বাংলাদেশ হোল্ড টকস ইন পসিবল থ্রো'। তবে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এখনো এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের সাম্প্রতিক এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে সম্ভাব্য সকল উপায়ের ওপর জোর দেয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে আগামীর সম্ভাব্য সব উপায় বা উদ্যোগ কাজে লাগাতে উভয় দেশই সম্মত হয়েছে।

এ ছাড়া বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই দেশ যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, আমরা ভ্রাতৃসুলভ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই।

-এটি


সম্পর্কিত খবর