বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর আমার শৈশবের বড় স্বপ্ন ছিল: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর করা হয়েছে। এটি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের শৈশবের বড় একটি স্বপ্ন ছিল বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ কথা জানান।

এসময় তিনি আয়া সোফিয়া ইস্যুকে অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয় আখ্যায়িত করেছেন। একইসঙ্গে বলেছেন, এব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।

এরপরও আয়া সোফিয়াকে ঘিরে বহির্বিশ্বের নেতিবাচক প্রতিক্রিয়া তুরস্কের জন্য উদ্বেগের কারণ নয় বলে জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। তার মতে, পুনরায় ইবাদতের জন্য আয়া সোফিয়া খুলে দেয়া মসজিদটির জন্য বন্দী জীবন থেকে মুক্তিলাভ।

তুরস্কের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি আগেই ঘোষণা করেছে যে, আগামী ২৪ জুলাই জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আয়া সোফিয়া ফের আনুষ্ঠানিকভাবে মসজিদের জীবনে ফিরে যাবে। আর আসন্ন জুমায় ঐতিহাসিক এই মসজিদে ১ হাজার থেকে দেড় হাজার মুসল্লি অংশ নেয়ার কথা রয়েছে। ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি এও জানিয়েছে, নামাজের জন্য আমন্ত্রিতদের তালিকা প্রস্তুত করছে তারা।

সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ