শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রায় ২৬ হাজার জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ লাখ ৩০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ১০৪ জনের।

ব্রাজিল ও মেক্সিকোতে করোনা ভাইরাসে মৃত্যুর পরিমাণ দক্ষিণ আমেরিকায় মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ। এর আগে রয়টার্সের খবরে এই তথ্য জানায়। বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দু’টি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।

ব্রাজিলে কয়েকদিন আগেও করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ