বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার একটি ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাত্ক্ষণিক কোন সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আল আরাবিয়া টিভির বরাতে জানা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে ঘন ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এরপরই বিশাল বড় ধরণের বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত।

এএফপি জানায়, বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙ্গে যায়। লেবাননের স্থানীয় ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকরা বিস্ফোরণের পরে তাদের অফিসের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বিস্ফোরণ ভিডিও টুইটারে প্রকাশ করে জানান, ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থাকায় বিস্ফোরণের কারণ জানতে পারেননি। তারা গোলাপী রঙের ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে এমন ছবি শেয়ার করেছেন।

সমুদ্র থেকে তোলা অন্য একটি ভিডিওতে মাশরুম আকৃতির ধোঁয়া দেখা যায়। আর প্রচণ্ড বিস্ফোরণের ফলে ক্যামেরাটি পানির দিকে চলে যায়।

সূত্র:খালিজ টাইমস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ