বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ:হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি। >

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি নেত্রকোনায়
ট্রলার ডুবে মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে ট্রলার ডুবে ইন্তেকাল করেছেন ১৭ জন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। নিখোঁজ আছেন আরও দুজন।

আজ বুধবার ৫ আগস্ট দুপুরে ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।দুর্ঘটনায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে গেছে, মাদরাসার শিক্ষক–শিক্ষার্থীরা আজ দুপুর একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ