মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ক্লাস হবে যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিরূপ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি চললেও সব শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে যেতে হবে না। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এখন শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে। প্রাথমিকসহ অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে স্কুলে গিয়ে ক্লাস করবে। তারা পুরো সপ্তাহের কাজ নিয়ে যাবে, পরের সপ্তাহে ক্লাসে এসে সেই কাজ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে।’

রবিবার (২৪ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিধান করতে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাসের প্রক্রিয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে একদিন ক্লাস করবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীর সংখ্যা অনেক, ক্লাসে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসা সম্ভব হয় না। তাই সব শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ