মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থী তার নিজ দেশে ফেরত যাওয়ার পর আত্মহত্যা করেছেন। তার নাম মোওসা আবু জামি (২৩)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের অধ্যক্ষ জানান, শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করে। শুক্রবার (২৩ এপ্রিল) তার দেশ ফিলিস্তিনে তিনি আত্মহত্যা করেন। তবে কারণ জানা যায়নি।

অধ্যক্ষ বলেন, আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশে ফিরে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী। দূতাবাস থেকে জানানো হয়েছে, রবিবার (২৫ এপ্রিল) ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর লিখিত আকারে বাংলাদেশ সরকার ও আমাদের মেডিক্যাল কলেজকে জানানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ